📌 আপনি কি বড় ফান্ড নিয়ে ট্রেড করতে চান অথবা প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য :
👉 একজন প্রফেশনাল ট্রেডারের জন্য যে কত সুযোগ সুবিধা আছে তা হয়ত আমরা অনেকেই জানি আবার অনেকেই জানিনা। কিন্তু আর্ন্তাজতিক মার্কেট প্লেসে কাজ করতে যে রকম দক্ষতা দরকার তা আমরা কখনই অর্জন করতে চাইনা এবং সেভাবে চিন্তাই করিনা । দক্ষতা গড়ে তোলা যে অনেক কঠিন বা কষ্টসাধ্য তা কিন্তু নয় ।শুধু প্রয়োজন আপনার একটু আত্তবিশ্বাস আর লক্ষ্য স্থির করা।
এই আত্তবিশ্বাস ই আপনাকে অনেক দুরে নিয়ে যেতে পারে। যারা ফরেক্স এ বিগেনার বা পুরাতন সবারই একটা লক্ষ থাকা দরকার ।এই লক্ষকে সামনে রেখে সকল টিপ্স এন্ড ট্রিক্স মেনে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি।
👉 বর্তমানে যারা ফরেক্স ট্রেডিং প্রাক্টিস করছেন বা ভাবছেন ফরেক্স টেডিং করবেন তারা অথবা আমরা সবাই আরো একটু সিরিয়াস ভাবে বিষয়টাকে নেওয়া উচিত বলে আমি মনে করি।এর একটাই কারন দেখি সেটা হলো আর্ন্তজাতিক ভাবে প্রচুর ট্রেডার এর ডিমান্ড আছে যেখানে আমরা আমাদের স্কিল দেখিয়ে ভাল একটা ক্যারিয়ার তৈরী করতে পারি ।
অনেকে বলতে পারেন ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ না ।আমার মতে বিদেশে তো এটা বৈধ। সুতরাং বিদেশীদের ফান্ড ম্যানেজ করেও তো আমরা ইনকাম করতে পারি ।আর বাংলাদেশে যদি ফরেক্স বৈধ না হয় তাও এটিকে আপনি অবৈধ বলতে পারবেন না।কারন সরকার এইটিকে কখনো বৈধ বা অবৈধ বলে নি।
👉 কারণ এইখানে আপনি অনেক কষ্ট করে টাকা উপার্জন করছেন। সহজে যোয়া করে অথবা গেম্বলিং করে টাকা উপার্জন করছেন না।
আপনি কিছু শিখে, বুজে রাতদিন পড়া শুনা করে উপার্জন করছেন।
বরংচ আমরা ফরেক্স ট্রেডার রা একটি দেশের জন্য সম্পদ।
যা নিয়ে অবশ্যই পরের আরটিক্যাল এ আলোচনা করা হবে ।
👉 কিন্তু কোনো ইনভেষ্টার তো তখনই আপনাকে ফান্ড দিবে যখন দেখবে আপনার ট্রেডিং স্কিল এবং পোরটফোলিও দুটোই ভাল ।এমনকি অনেক ফান্ড প্রোভাইডার কোম্পানি আছে যারা ফান্ড নিয়ে বসে আছে আপনাকে দেওয়ার জন্য। এসব কোম্পানি শুধু আপনার স্কিল এবং ডিসিপ্লেন ট্রেডিং সিষ্টেম দেখার চেষ্টা করে।অধিকাংশ ফান্ড কোম্পানির নিয়ম প্রায় একই ।
📌 অধিকাংশ ফান্ড কোম্পানির নিয়ম প্রায় একই তা হলো ঃ
👉 ১। আপনার সম্পূর্ণ ড্রডাউন অবশ্যই ব্যালেন্স বা ইকুইটির ১০% মধ্যে সীমাবদ্ব রাখতে হবে যা একজন ট্রেডারের জন্য খুবই খুরুত্বপূর্ণ।
আর ড্রডাউন ১০% বেশী যাওয়া যেকোন একাউন্ট এর জন্য বিপদজনক।এটা যেকোনো ট্রেডারের ব্যাক্তিগত বা একাউন্ট ম্যানেজ যাইহোক না কেন ।
👉 ২।প্রতিদিন ড্রডাউন সর্বোচ্চ ৫% সীমাবদ্ব রাখতে হবে এবং এত করে আপনি ওভার ট্রেডিং এর মানসিকতা কমাতে পারবেন।
👉 ৩।প্রতি এন্ট্রি তে কো্নোভাবেই রিস্ক ১-৩% বেশী না নেওয়া । সবচেয়ে ভাল হয় ট্রেড রিস্ক ১% মধ্যে সীমাবদ্ব রাখা । এতে করে মাসিক বা দৈনিক লসের যে লিমিটেশন আছে তা ফলো করা যাবে। এবং লস হলেও আবার রিকোবার করার মত সময় আপনার কাছে প্রচুর থাকবে।
কারন অনেকেই বড় ফান্ড নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করতে পারেনা তারা যদি ১০০$ বেলেন্স নিয়ে ট্রেড করে তাইলে আপনি যদি একটি ট্রেডে ৮-১০ $ রিস্ক নেন একটি ট্রেড বিপক্ষে গেলে বড় একটি এমাউন্ট আপনি হারিয়ে ফেলছেন এতে বেলেন্সের উপর সরাসরি প্রভাব পড়বে।আপনি যদি ১০$ লস করেন তাইলে থাকছে আর মাত্র ৯০ $ যা অনেক প্রেসার তৈরী করবে আপনার উপর। আর অবশ্যই এমন কোনো ট্রেড নিবেন না যাতে ১০০ পিপ্সের অধিক এস এল না হয়।
বড় এমাউন্ট নিয়ে ট্রেড করলেও রিস্ক ২-৩% এর বেশি রাখা যাবেনা।কারন আপনার যত বড় বেলেন্স থাকবে আপনি তত বড় লট দিয়ে ট্রেড করবেন আর এতে লসের পরিমান ও ততটাই বাড়বে।
ফরেক্স করতে হলে অবশ্যই আগে নেগেটিভ দিক গুলো ভাববেন।
নেগেটিভ ভাবলে ট্রেড নেওয়ার আগে আপনাকে অনক বার ভাবাবে যা একজন ট্রেডারের জন্য সবচেয়ে উত্তম কাজ।
👉 ৪। যে যেই সিষ্টেম বা স্ট্রাটাজী ফলো করেন ভাল করে ট্রেড সেট আপ ফিল্টারিং করে হাই প্রবাভিলিটি ট্রেড সেট আপ দেখে এন্ট্রি নিবেন। এতে কারে ওভার ট্রেডিং মানসিকতা আনেকটাই কমানো যাবে ।
অভার ট্রেডিং ফরেক্স ট্রেডারদের জন্য অনেকটা হুমকির মত।যা একজন ফরেক্স ট্রেডারকে শেষ করে দিতে পারে।
আপনি অতি লোভে পড়ে একাধিক ট্রেড করবেন আর একটু বিপক্ষে গেলেই পুরো বেলেন্সটাই হারাবেন। কথায় আছে, অভার কোন কিছুই ভাল না।তাই অভার ট্রেডিংও ভাল না।সেভাবে লোভ ও।লোভ করে ওভার ট্রেডিং করবেন আর দিন শেষ পুরা বেলেন্স হারাবেন।
👉 আর এই আর্টিকেলটি ভিডিও সহ কারে দেখতে পারেন। 👆👆👆
আপনাদের কোন রিকুয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে, আপনাদের মূল্যবান রিকুয়েস্ট এর উপর আর্টিকেলটি দিতে।
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে ফরেক্স বিডি এর সাথে থাকার জন্য।
📌 Our recommended brokers:
🔴 1st World’s Best Forex Broker House & 100% True ECN ( ICM ) Join Now-
✅ IC Markets Code – 15635

🔴 2nd Best Forex Broker & Strong Platform/Tickmill –
✅Tickmill code – IB62994170

🔴 3rd LiteForex ( Open ECN Type Acount) –

🔴 4th Best Forex Broker/ Exness ( Open ECN Type Acount)


📌এই লিংকে ক্লিক করে 👉🔺SKRILL👇NETELLER🔺👈 একসাথে ২ টি অ্যাকাউন্ট খুলুন এবং একসাথে একি ডকুমেন্টস সাবমিট করে কোন প্রকার ডিপোজিট ছাড়া 100% ভেরিফায় এবং ব্রোঞ্জ ভি আই পি পাবেন শুধুমাত্র নিচে দেওয়া লিংক দিয়ে একাউন্ট করে:
Click on Neteller / Skrill Logo 👈
👇👇👇


🔴 ১৮ মিনিটে Skrill Acc 100% ভেরিফায় প্রমাণসহ
🔴 Neteller 100% Verify PROOF Withour Deposit within 1 hour
🔴 Skrill Neteller 🔥 $১০০ ছাড়া ট্রানস্ফার করার সহজ উপায়গুলো 🔥
👉 🔴Subscribe 1st Bangla Forex YouTube Channel in the World (Forex BD) – https://goo.gl/8ZwSVW


©FOREXBD
ปั้มไลค์
13 Jul 2020Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
Forex BD
18 Jul 2020Thank you.
Specially Thank you dear for giving me so much inspiration.