🔥যে ছেলেটি ডিসলেক্সিয়া রোগের আক্রান্ত হওয়ার কারণে ক্লাসে বার বার ফেল করত,যে ছেলেটি তার শারীরিক সমস্যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি সেই ছেলেটি আজ প্রায় 400 টির মত কোম্পানির মালিক। আর সেইসাথে তিনি প্রায় 35 হাজার পাঁচশত কোটি টাকার মালিক।যে ব্যক্তির শারীরিক সমস্যার কারণে জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল তিনি আজ বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি। তার বিভিন্ন কোম্পানির সাথে রয়েছে তার নামে দুটি আইল্যান্ড আর তিনি হচ্ছেন স্যার রিচার্ড ব্র্যানসন। যিনি কিনা ভার্জিন গ্রুপের মালিক হিসেবে সুপরিচিত। তাই আজ আলোচনা করব এই সাকসেসফুল মানুষকে নিয়ে। যাতে এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে জীবন যে কোন বাধা পার হতে পারেন।
👉স্যার রিচার্ড ব্র্যানসন যিনি 1950 সালের 18 জুলাই লন্ডনে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হচ্ছে sir Richard Charles Nicholas Branson। তার জন্ম হয়েছিল ভালো একটি পরিবারেই। তার বাবা ছিলেন ব্যারিস্টার এবং তারা মা ছিলেন এয়ার হোস্টেজ। এবং তার মার ও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। তার মা-বাবার খুবই আদরের সন্তান ছিলেন তিনি। তার মা বাবা সব সময় চাইত তাকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে। তাই তার মা বাবা সব সময় তার পাশে থাকবেন এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাতেন।তাছাড়া তার মা নিজেই তাকে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে দাঁড় করাতেন যাতে সে কঠিন পরিস্থিতির থেকেও বের হয়ে আসার শিক্ষা লাভ করতে পারে। অবাক হলেও সত্যি তার বয়স যখন সাত বছর তার মা একদিন তাকে 50 মাইল দূরে থাকা তার দাদুর বাড়িতে পাঠায় সাইকেল দিয়ে এবং তাকে একটি পার্সেল দিয়ে আসতে বলেন।আর এতেই তিনি সাহসী ছেলের মতন মাত্র 7 বছর বয়সে সাইকেল চালিয়ে 50 মাইল দূরে তার দাদুর বাড়িতে গিয়ে পার্সেল পৌঁছে দিয়ে আসে।ডিসলেক্সিয়া রোগের আক্রান্ত হওয়ার কারণে তিনি ভালোভাবে পড়তে পারতেন না তাই তিনি অন্যান্য শিক্ষার্থী থেকে পিছিয়ে থাকতেন এবং বারবার ফেল করতো। যার কারণে তার শিক্ষাজীবন মাত্র 16 বছর বয়সেই থেমে যায়। তার জীবনের শেষ ক্লাস করার সময় তার তার হেডমাস্টার ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বড় হয়ে হয় তিনি জেলে যাবেন না হয় তিনি একজন কোটিপতি হবেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তিনি বড় হয়ে এই দুটিই করেন। স্কুল থেকে বের হয়ে তার পথ চলা শুরু। মাত্র 16 বছর বয়সেই তিনি বিজনেস শুরু করেন ক্রিসমাস ট্রি এবং পাখি দিয়ে যদিও তার এ প্রথম ব্যবসাটি সফল হয়নি কিন্তু তার এই অল্প বয়সে ব্যর্থতা তাকে দমাতে পারেনি। তিনি 1966 সালে স্টুডেন্ট নামে একটি ম্যাগাজিন দিয়ে আরেকটি ব্যবসা শুরু করেন। আর সেখান থেকে তার সফলতা আসতে শুরু করে। তার স্টুডেন্ট নামক ম্যাগাজিনটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে তিনি অল্প কিছু বছরের মধ্যেই নিজের ভিত শক্ত করে ফেলেন।
✍️ম্যাগাজিন ব্যবসায় তিনি সফলতা পেয়ে তিনি নতুন আরেকটি ব্যবসা শুরু করেন সেটি হল রেকর্ডিং এর ব্যবসা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি রেকর্ডিং এ ব্যবসায় ব্যর্থ হন এবং এই ব্যর্থ হয়ে কর পরিশোধ করতে না পারার কারণে তাকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে পুলিশ অ্যারেস্ট করে। তিনি জেলে যাবার পর তার মা-বাবা তাকে ফিরিয়ে আনার জন্য 60 লক্ষ টাকা জরিমানা দেন। জেল থেকে বের হয়ে তিনি আর কখনো অবৈধ কাজে পা না বাড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর তিনি সেই রেকর্ডিংয়ের ব্যবসাকে ভালোভাবে দাঁড় করানোর জন্য আবার কাজে লেগে পড়েন।লন্ডনে যেসব ব্রেন্ডের কেউ রেকর্ডিং করাতো না রিচার্ড তাদেরই তার রেকর্ডিংয়ে সুযোগ দিতেন।আর আস্তে আস্তে তার রেকর্ডিং এর এলবাম ইংলেন্ডে জনপ্রিয় হয়ে উঠতে থাকে।এই ভাবে তার রেকর্ডিংয়ের এত জনপ্রিয় হয়যে মাত্র ২৯ বছর বয়সে সার রিচার্ড ব্রানসন প্রায় ৪৫ কোটি টাকার মালিক হল।একদিন তার জিবনে ঘটে যায় মজার এক কাহিনী।পুয়ের্ত রিকো নামে একটি আইলেন্ডে ডেটে যাবার কথা ছিল সার রিচার্ড ব্রানসন এর কিন্তু হঠাত করর তিনি যান্তে পারেন ওই রুটে সকল ফ্লাইট বাতিল হয়ে যায়।কিন্তু তিনি অন্যান্য মানুষের মত বাসায় ফিরে আসেননি।তিনি তার গন্তব্যে আবার জান্য অভিনব এক পথ বেছে নেন।আর সেটা হলো তিনি পুয়ের্ত রিকো আইলেন্ডে যাবার জন্য একটি প্রাইভেট প্লেন ভারা নেন।কিন্তু সেদিন তার কাছে পুরো ভারা বহনের টাকা ছিল না।তাই তিনি সেই আইলেন্ডে যেতে ইচ্ছুক সকল যাত্রীর কাছে টিকেট বিক্রি করেন এতে টিকেট বিক্রি করে প্লেনের ভারা যোগার করে তার গন্তব্যে পৌছে যান।এইটা হলো সাধারন মানুষ আর সার রিচার্ড ব্রেনসনের মধ্যে পার্থক্য। আর এই প্রাইভেট প্লেন ভারার মাধ্যমেই তার ভার্জিন এয়ারলাইন্স এর সুচনা হয়।কিন্তু তার এই ব্যবসাটিকে এগিয়ে নিবার জন্য ১৯৯২ সালে তার রের্ডিং এর ব্যাবসাটিকে বিক্রি করতে হয়।
👉কিন্তু এই রেকর্ডিং ছিল তার পছন্দের একটি ব্যাবসা।তার পরেও নিজেকে আরো এগিয়ে নিতে এ সিদ্ধান্ত নেন।কিন্তু মাত্র ৪ বছর পরে তিনি ব্যাবসা দার করিয়ে আবারো নতুন একটি রেকর্ডিং ব্যাবসা শুরু করেন।শুধু রেকর্ডিং না নতুন নতুন আরো ব্যাবসা শুরু করেন তবে এর মধ্যে অন্যতম হলো তার স্পেস টুরিজম ব্যাবসা, যেটির অফিসিয়াল নাম ভার্জিন গেলাকটিক।এই কোম্পানির কাজ হলো ভ্রমন পুপাসুদিরকে মহাআকাশ ভ্রমন করে আনা।আর এই ভ্রমনে এক জন যাত্রিকে গুনতে হবে প্রায় ১.৫ কোটি টাকা।তার ব্যাবসায়িক নিতী হল তিনি একটা ব্যাবসা শুরু করেন তারপর সেটাকে সফল করে তারপর আরো একটা ব্যাবসা শুরু করেন।আর এই ভাবে তিনি বর্তমান সময়ে ৪০০ টির বেশি কোম্পানির মালিক। ১৯৮৫ সালে তিনি সব থেকে দ্রুত এটলান্টিক সাগর পার হতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার হন।পড়ে তাকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়।কিন্তু তিনি ঠিক এক বছর পড়ে ৯৯৮৬ সালে আবার চেস্টা করেন এটলান্টিক সাগর সব থেকে দ্রুত পার করার রেকর্ড তার অধিনে নিতে এবং তিনি সাকসেসও হন।সার রিচার্ড ব্রেনসনের নিজের নামে ২ টি আইলেন্ড রয়েছে এর মধ্যে তিনি ভার্জিন আইলেন্ডে বসবাস করেন।তিনি প্রকৃতি লাভার তাই তিনি প্রকৃতির কাছে থাকার জন্য আইলেন্ডে থাকেন।গ্লোবাল ওয়ার্মিং এর রিসার্চের জন্য তিনি প্রচুর পরিমানে অর্থ ব্যয় করেন।এছাড়াও তিনি গ্রিন হাউস গ্যাস নিরসনের জন্য পুরষ্কার ঘোষনা করেন অর্থাৎ কেউ যদি এটি করতে পারে তাকে ১৭৫ কোটি টাকা পুরষ্কার দেওয়া হবে স্যার রিচার্ড ব্র্যানসনের পক্ষ থেকে।তার বিভিন্ন কার্যক্রের জন্য তিনি ১৯৯৯ সালে ব্রিটেনের রানী থেকে নাইট উপাদি পান।সেখান থেকেই তার নামের আগে সার যুক্ত হয়।
ধন্যবাদ ফরেক্স বিডি এর সাথে থাকার জন্য।
আপনাদের সুবিধারতে এই আরটিক্যাল্টি সম্পূর্ণ ভিডিও আকারে তুলে ধরা হলো–ঃ 👇👇👇
📌 Our recommended brokers:
🔴 1st World’s Best Forex Broker House & 100% True ECN ( ICM ) Join Now-
✅ IC Markets Code – 15635

🔴 2nd Best Forex Broker & Strong Platform/Tickmill –
✅Tickmill code – IB62994170

🔴 3rd LiteForex ( Open ECN Type Acount) –

🔴 4th Best Forex Broker/ Exness ( Open ECN Type Acount)


📌এই লিংকে ক্লিক করে 👉🔺SKRILL👇NETELLER🔺👈 একসাথে ২ টি অ্যাকাউন্ট খুলুন এবং একসাথে একি ডকুমেন্টস সাবমিট করে কোন প্রকার ডিপোজিট ছাড়া 100% ভেরিফায় এবং ব্রোঞ্জ ভি আই পি পাবেন শুধুমাত্র নিচে দেওয়া লিংক দিয়ে একাউন্ট করে:
Click on Neteller / Skrill Logo 👈
👇👇👇


🔴 ১৮ মিনিটে Skrill Acc 100% ভেরিফায় প্রমাণসহ
🔴 Neteller 100% Verify PROOF Withour Deposit within 1 hour
🔴 Skrill Neteller 🔥 $১০০ ছাড়া ট্রানস্ফার করার সহজ উপায়গুলো 🔥
👉 🔴Subscribe 1st Bangla Forex YouTube Channel in the World (Forex BD) – https://goo.gl/8ZwSVW


©FOREXBD
porno
14 Nov 2020I enjoy your work, thankyou for all the good articles. Nickie Gregorius Jeniffer
erotik
15 Nov 2020I have recently started a blog, the info you offer on this site has helped me tremendously. Thank you for all of your time & work. Danette Ian Nelson
sikis izle
16 Nov 2020Pretty! This has been a really wonderful post. Thanks for providing these details. Christabel Wade Kuhlman