🔥বর্তমান সময়ে হয়তো এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবেনা যারা ইউটিউব শব্দটি শোনেনি। বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ইউজার, তারা হয়তো এই সফটওয়্যারটি প্রত্যেকদিনই ব্যবহার করে। এই ইউটিউব ই পৃথিবীর সর্বপ্রথম ভিডিও শেয়ারিং সাইট এবং বর্তমান সময়ে এর থেকে বেশি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট নেই বললেই চলে। আর এই ইউটিউবে ভিডিও শেয়ার করে লক্ষ লক্ষ যুবক তাদের ক্যারিয়ার গড়ছে। এবং অনেক মানুষই তাদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছে। অর্থাৎ ইউটিউব প্রতিষ্ঠিত করার কারণেই অনেক মানুষই এখান থেকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে আর এই ইউটিউব এর প্রতিষ্ঠাতা হলেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত। হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ইউটিউব এর প্রতিষ্ঠাতা হলো একজন বাংলাদেশী বংশোদ্ভূত। তিনি হলেন জাভেদ করিম।আর তাই আজকে আলোচনা করবো এই ব্যক্তিকে নিয়ে যিনি কিনা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আলোকিত করেছেন। আধুনিক এই বিজ্ঞানের যুগে আবিষ্কারের দিকে পিছিয়ে থাকা বাংলাদেশীদের গর্ভ করে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর মজার ব্যাপার হল তিনি হলেন ইউটিউব এর সর্বপ্রথম ভিডিও আপলোড কারি।
👉জাভেদ করিম, তার জন্ম ১৯৭৯ সালে তৎকালীন পূর্ব জার্মানিতে। তার বাবা নাইমুল করিম, 3M কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশী গবেষক । এবং তার মা হলেন ক্রিস্টিনা করিম। যিনি একাধারে একজন বিজ্ঞানী গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে রসায়নের গবেষণা সহকারী অধ্যাপক।করিম জার্মানিতে বড় হয়েছেন কিন্তু তার পরিবার ১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। এখানেই তারা শিক্ষাজীবন শুরু হয়।জাভেদ করিম সেন্ট পল সেন্ট্রাল হাই স্কুল থেকে লেখাপড়া শুরু করেন এবং তারপর আর্বানা-শ্যাম্পেইনে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যায়ন করেন।তিনি তার পড়ালেখা শেষ করার আগেই জনপ্রিয় অনলাইন সাইট পেপ্যাল এ কর্মজীবন শুরু করেন, এবং পাশাপাশি তিনি পড়ালেখা চালিয়ে যান এবং কম্পিউটার বিজ্ঞানে স্নাতক লাভ করেন।তিনি পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেপালে তিনি দক্ষতার সাথে কাজ করেছিলেন এবং তার কাজের ও সুনাম রয়েছে।রিয়েল-টাইম ইন্টারনেট জালিয়াতি বিরোধী সিস্টেম সহ পেপ্যাল এর অনেক মূল উপাদান করিমের দ্বারা পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে।
👉যখন তিনি পেপ্যালের কর্মকর্তা ছিলেন, তখন তার চার্ল হারলি ও স্টিভ চেন এর সাথে প্রথম সাক্ষাৎ হয়। তারা তিনজনই পেপালে কাজ করতেন। তাদের মধ্যেই ইচ্ছে ছিল বড় কিছু একটা করা এবং তারা পেপাল-এ কর্মরত থাকা অবস্থায় এই নিয়ে অনেক স্টাডি করেছেন। 2005 সালের শুরুর দিকে তারা পেপাল থেকে কাজ ছেড়ে দেন।কাজ ছাড়া পরেই তারা আনুষ্ঠানিকভাবে ইউটিউব ডোমেইনটি ক্রয় করেন।ডোমেইন ক্রয় করার পরে তারা এটিকে তৈরীর কাজে নেমে পড়েন। মূলত তারা তিনজনই ছিল এ কাজে পারদর্শী।তবে ভিডিও শেয়ারিং সাইট হিসেবে তৈরি করার পরিকল্পনাটি ছিল জাবেদ করিমের। অর্থাৎ তিনি তাদের ভিডিও শেয়ারিং সাইট তৈরীর জন্য পরামর্শ দেন।এই তিনজন পরে ২০০৫-এ ইউটিউবের ভিডিও শেয়ারিং সাইট প্রতিষ্ঠা করেন।ইউটিউব এর প্রথম ভিডিও আপনার দিয়েছিলেন জাভেদ করিম। তার ভিডিওটির নাম ছিল me at the zoo, ২৩ এপ্রিল ২০০৫ এ আপলোড করা হয়েছিল।সেই ভিডিওটি দৈর্ঘ্য ছিল 19 সেকন্ড। 23 এপ্রিল 2005 সালে সেই ভিডিওটি আপলোড দেওয়া হয়েছিল। তিনি তার চ্যানেল থেকেই ভিডিওটি আপলোড দিয়েছিলেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১.০৬ মিলিয়ন। যদিও সে ভিডিওটির পর আর কোনো ভিডিও এখন পর্যন্ত তিনি আপলোড দেননি।
👉কোম্পানী সহ-প্রতিষ্ঠা এবং ইউটিউবের ধারণা ও ওয়েবসাইট উন্নয়নের পরে,করিম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ছাত্র হিসাবে ভর্তি হন ।গুগল ইউটিউব অধিগ্রহণ করলে,করিম সে সময়ে গুগল ক্লোজিং স্টক মূল্য এর উপর ভিত্তি করে স্টক শেয়ারের প্রায় $৬৪ মিলিয়ন মূল্য পান। বর্তমান এবং সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার লক্ষ্য নিয়ে তাদের গড়ে তোলা এবং ব্যবসায়িক ধারণা চালু করার জন্য মার্চ ২০০৮ সালে, করিম Youniversity Ventures নামক একটি উদ্যোগ ফান্ড উদ্বোধন করেন।বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর পছন্দের ইউটিউব যে তিনজনের হাতে তৈরি তার একজন বাংলাদেশি জাভেদ করিম। মাত্র কয়েক মাসের চেষ্টায় তৈরি হওয়া ইউটিউব ভিডিও ফাইলের আকার ছোট করে প্রদর্শনের বিশেষ প্রযুক্তির জন্য বিশ্বে অন্যান্য। এখন ইউটিউবে প্রতিদিন কমপক্ষে ৩ বিলিয়নবার ভিডিও দেখা হয়। প্রতি মিনিটে আপলোড হয় ৪৮ ঘণ্টার ভিডিও। ১ কোটি ১৫ লাখ ডলারে নির্মাণ করা ইউটিউব এক বছরের মধ্যেই ১৬৫ কোটি ডলারে কিনে নেয় গুগল।
👉ইউটিউবের মাধ্যমে মানুষ নিজে ভিডিও তৈরি করে মানুষের সাথে শেয়ার করতে পারেন এবং এর মাধ্যমে বিভিন্ন জিনিস জানা যায়। যেমন পড়ালেখা থেকে শুরু করে সব ধরনের ভিডিও ইউটিউবে পাওয়া যায়। পড়ালেখা শেষ করার আগেই তিনি ইউটিউব তৈরি করেছিলেন। কিন্তু তারপরও তিনি তার পড়ালেখা চালিয়ে যান অর্থাৎ তিনি ব্যবসার থেকেও বেশি বেশি প্রাধান্য দিতেন। এই ব্যাপারে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেবিট এল ডি বলেন করিমের পছন্দ অসাধারণ ভালো।ব্যবসায় সাফল্য থাকা সত্ত্বেও তিনি এখানে মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করার সিদ্ধান্তে অটল ছিলেন। কিন্তু এখানে অনেকেই ব্যবসার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে। যেটা করিম করেনি। 2006 সালে গুগোল 165 কোটি ডলারে ইউটিউব কিনে নেয়। ইন্টারনেট দুনিয়ায় আমরা যত ধরনের জিনিস ব্যবহার করি যেমন গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ। সবকিছুরই প্রতিষ্ঠাতা বহির্বিশ্বের কেউ। শুধু ইন্টারনেট ভিত্তিক সাইট কেন । আধুনিক বিজ্ঞানে বাংলাদেশীদের অবদান অনেকটাই কম। কিন্তু তিনি একজন যাকে আমরা গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে একজন বংশোদ্ভূত ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন।
🔥🔥তিনি শুধু একটি সাইট তৈরি করেননি। তিনি ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য আয় করার একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন যার কারণে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ইউটিউব থেকে আয় করছে এবং তাদের ক্যারিয়ার করছে এবং অনেক মানুষ তাদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছে।🔥🔥
ধন্যবাদ ফরেক্স বিডি এর সাথে থাকার জন্য।
আপনাদের সুবিধারতে এই আরটিক্যাল্টি সম্পূর্ণ ভিডিও আকারে তুলে ধরা হলো--ঃ 👇👇👇
📌 Our recommended brokers:
🔴 1st World's Best Forex Broker House & 100% True ECN ( ICM ) Join Now-
✅ IC Markets Code – 15635

🔴 2nd Best Forex Broker & Strong Platform/Tickmill -
✅Tickmill code - IB62994170

🔴 3rd LiteForex ( Open ECN Type Acount) -

🔴 4th Best Forex Broker/ Exness ( Open ECN Type Acount)


📌এই লিংকে ক্লিক করে 👉🔺SKRILL👇NETELLER🔺👈 একসাথে ২ টি অ্যাকাউন্ট খুলুন এবং একসাথে একি ডকুমেন্টস সাবমিট করে কোন প্রকার ডিপোজিট ছাড়া 100% ভেরিফায় এবং ব্রোঞ্জ ভি আই পি পাবেন শুধুমাত্র নিচে দেওয়া লিংক দিয়ে একাউন্ট করে:
Click on Neteller / Skrill Logo 👈
👇👇👇


🔴 ১৮ মিনিটে Skrill Acc 100% ভেরিফায় প্রমাণসহ
🔴 Neteller 100% Verify PROOF Withour Deposit within 1 hour
🔴 Skrill Neteller 🔥 $১০০ ছাড়া ট্রানস্ফার করার সহজ উপায়গুলো 🔥
👉 🔴Subscribe 1st Bangla Forex YouTube Channel in the World (Forex BD) - https://goo.gl/8ZwSVW


©FOREXBD
[/pl_text]
[/pl_col]
[/pl_row]