🔥আজ আলোচনা করব ফরেক্স ট্রেডিং শিখতে মেন্টর কেন প্রয়োজন। বা আসলেই কি এর কোন দরকার আছে কিনা। সোজা কথায় মেন্টর মানে হল পরামর্শদাতা বা শিক্ষক। অর্থাৎ যার থেকে আপনি ফরেক্স শিখবেন তিনি হচ্ছে আপনার মেন্টর। এখন কথা হচ্ছে ফরেক্স শিখতে আসলেই কি মেন্টাল লাগে নাকি ইউটিউবই যতেষ্ট? তাছাড়া ফরেক্স শিখতে গেলে অনেক ধরনের মেন্টর পাওয়া যায়। কাকে অনুসরণ করা উচিত বা কখন কার থেকে পরামর্শ নেওয়া উচিত তা নিয়ে বিস্তারিত ভাবে আমি ফরেক্স বিডি এর অফিশিয়াল মেম্বার আজ আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনারা সঠিক উপায় অবলম্বন করে ফরেক্স ক্যারিয়ারকে আলোর মুখ দেখাতে পারেন। তাই যারা এখনো ফরেক্সে ভালো কিছু করতে পারেননি বা ফরেক্স শুরু করবেন ভাবছেন অথবা যারা ডেমোতে প্র্যাকটিস করছেন সবাইকে আমি অনুরোধ করব পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পরুন। এতে সঠিক গাইডলাইন পেয়ে নিজের ফরেক্স ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সহয়তা করবে।
🔴আসসালামালাইকুম, আমি ফরেক্স বিডি এর ভিডিও মেকার এবং একজন অফিশিয়াল টীম মেম্বার।
👉বিশেষ করে বাংলাদেশে যে সকল ভাইয়েরা ট্রেডিং শিখতে চায় তারা ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য বিভিন্ন মানুষের কাছে সাহায্য খুঁজে এবং ইউটিউবিং করে। তারপর ভালো মেন্টর পেলে এবং যতেষ্ট ইক্সপেরিয়েন্স থাকলে তো ভালো কিছুই শিখতে পারেন কিন্তু প্রতারকের চক্করে পড়লে শেষমেষ নিজের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলতে পারেন। এই যেমন ধরুন ফরেক্স বিডি তে প্রায় ২০০+ ভিডিও অনেকে শুধুমাত্র আমাদের ভিডিও গুলো দেখেই নিজের মত করে সাজিয়ে অনেকে কোর্স করাচ্ছে এবং যারা বিগেনার তাদের যাত্রাটাই শুরু হচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়ে।যারা শিখছে তাদের মনে হবে, অনেক কিছু শিখছে কিন্তু যখন বছর খানেক পর সেই ছাত্রটি যখন যতেষ্ট জানতে পারবে তখন সে বিগেনারস ছাত্রটি ডিপ্রেশনে পড়ে যায় কারণ দিন শেষে তাদের মনে হয় আমার আরো শেখার বাকী আছে মনে হয়। আর এই প্রশ্ন টি তাদের মনে থেকেই যায়…তাই আজ থেকে যেন আপনারা এরকম সমস্যার সম্মুখীন না হন বা কোন ক্ষতির সম্মুখীন যেন না হয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ফরেক্সের ভালো মেন্টর থেকে শিক্ষা নেওয়া উচিত নাকি ইউটিউবিং করে শিখে নেওয়াটা বেটার?
👉প্রথমে আমরা যদি মেন্টর এর শ্রেণীবিভাগ করতে যাই তাহলে দেখা যাবে তিন ধরনের আমরা মেন্টর পেয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হচ্ছে অনলাইন। এই মাধ্যমটি থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন। শুধুমাত্র ফরেক্স লিখে গুগলে সার্চ করলে অসংখ্য ভিডিও এবং আর্টিকেল সামনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিজের জ্ঞান সমৃদ্ধির জন্য বা নিজের বেসিকটা ক্লিয়ার করার জন্য অসংখ্য তথ্য আপনারা পেয়ে যাবেন। তবে এর জন্য কোন টাকা আপনাকে খরচ করতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই। কিন্তু এইখানে একটি বিষয় হচ্ছে, বেসিক এর জন্য আপনারা ইউটিউব এর বাংলা ভিডিও দেখে শিখতেই পারেন, কিন্তু বেসিক ভালো শেখাচ্ছে বলে এইটিও না যে এডভান্স ফরেক্স শিক্ষার জন্য সেই মেন্টর টি বেচে নেওয়া আপনার ভবিষ্যৎ এর জন্য ভাল সিদ্ধান্ত হবে।আর আপনি ইউটিউব এ অনেক বিদেশী ফরেক্স ভিডিও দেখেও এডভান্স লেভেল এর অনেক কিছু শিখতে পারবেন কিন্তু সবাই তো আর ভালো ইংলিশ পারে না অথবা বুঝে না।আর যারা বুজে উদ্দেশ্য হীনন ভাবে ভিডিও দেখে যায় বলেই তাদের ফরেক্স কেরিয়ার দীর্ঘতম হয় না।

👉এরপর দ্বিতীয় টি হচ্ছে google করা এবং প্রচুর আর্টিকেল পড়া ফরেক্স এর উপর।কারণ মনে রাখবেন, আমরা আমাদের জীবণে যে কোনো ডিগ্রী বা চাকরি পাওয়ার উদ্দেশ্য রেখেই অনেক পড়াশুনা করি।কিন্তু ফরেক্সকে কেরিয়ার হিসেবে নিতে তা করিনা।প্রতিনিয়ত চেষ্টা করি, কিভাবে সহজে ফরেক্স থেকে ইনকাম করে নেওয়া যায়।আবার এই ইমোশন এর মাধ্যমে আপনারা অনেকেই প্রতারিত হয়েছেন। এর মানে হলো টাকার মাধ্যমে কোন প্রতিষ্ঠান থেকে বা কোন ব্যক্তি থেকে কোর্স শিখা। এটি হয়তো অনেকেই করেছেন কেউ সুফল পেয়েছেন আবার কেউ প্রতারিত হয়েছেন ভুল এবং অনেক পুরোনো লেসন পেয়ে।মনে রাখবেন যুগের সাথে আপনাকে ও আপডেট হতে হবে তেমনি ফরেক্স মার্কেটও।অনেকে ফরেক্স শেখাচ্ছে $৫০/$১০০ এর বিনিময়ে, কিন্তু মনে রাখবেন ফরেক্স এত সহজ কোনো বিষয় নয়।কারণ অনেকে ফরেক্স কোর্স কে একটি লাভজনক ব্যাবসা হিসেবে নিয়ে নিয়েছে বর্তমান সময়ে।কারণ আপনি যদি ফরেক্স করে লাভবান হোন আপনার নিশ্চিয় সময় থাকবেনা অন্যকে শেখানোর এবং সেই সময় আপনি নিজের ট্রেডিং এ কাজে লাগিয়ে আরো অধিক ইনকাম করার প্লেন করবেন নিজের কেরিয়ার গড়তে।আর এইভাবে ভালো ট্রেডাররা হাইড হয়ে যায় বড় প্লেন নিয়ে আর ২/৩ বছর এর ট্রেডাররা সেই ফাকা মাঠে ফরেক্স কোর্স নিয়ে শুরু করে দেয় অন্য প্লেন।
👉আবার অনেকে কপি ট্রেডিং সাজেস্ট করে কারণ এত কষ্ট করার সময় কই ভাই।ওই গ্রুপের অনেক মেম্বার, অনেকে কমিউনিটিতে আছে,অনেক এক্সপার্ট তাই আর শিখব কেনো? কপি ট্রেডিং করলেন এরপর সব লস করলেন, না পারছেন কিছু বলতে না পারছেন নিজের কষ্টের টাকা কথা ভুলে থাকতে।আর যাকে কপি করলেন উনি পেলো আইবি কমিশন, যা প্রফিট করেছিন তার অংশ আর আপনি লুজার।তাই কোনো মেন্টর কে না জেনে, না বুঝে কপি করবেন না, সেই ভুলটিও আপনার দিনশেষে বিপদ দেকে আনবে।কারণ আপনি নিজের টাকা দিয়ে তাড়াহুরা করে অল্প সময়ে অধিক ইনকাম করতে গিয়ে ভালো মেন্টরকে ফোলো করেন নি।তবে হে, প্রতিটি দেশের মত বাংলাদেশে ও ভালো ট্রেডার আছে যারা হাইডেন্সি মেইন্টেইন করে অথবা অন্য দেশে নিজের লাইফ সেটেল করে।এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ফরেক্স বিডি কেনো কোনো কোর্স করাই না ?কারণ হচ্ছে একটাই, ফরেক্স শিক্ষা দিতে অন্তত একদম কমেই ৫-৬ মাস একজন ছাত্র কে মেইন্টেইন করতে হবেই।সেই সময় টি আমাদের ফরেক্স বিডি এর ওনার স্যার এর কাছে তো অসম্ভবই এবং ফরেক্স বিডি অফিসিয়াল টীম এর কাছে সেই কোর্স এর পিছনে সময় দেওয়াটা অনেক কষ্টকর।
👉কিন্তু আমরা কিছু দিন আগে আমাদের গ্রুপে ভোট করার পর বুজতে পারি অসংখ্য ফলোয়ারস আছে যারা ফরেক্স বিডি টীম থেকে ফরেক্স শিক্ষা নিতে চায় যে কোনো বিনিময়ে।আর ফরেক্স বিডি টীমের ও ইচ্ছে আছে প্রতিটি জেলা থেকে সৎ এবং ভালো ট্রেডার তুলে আনার।এবং প্রতিটি জেলায় সেই ট্রেডারদের নিয়ে অফিস করার।কারণ অলরেডি ফরেক্স বিডি এর ৩ টি অফিস লন্স করা হয়েছে আপনাদের সকলের সাপোর্ট এ এবং দোয়ায়। তবে সব থেকে বড় কথা হচ্ছে আমরাও অলরেডি এই কোর্স শুরু করে দিয়েছি যারা ইচ্ছুক তারা জয়েন করতে পারেন।তবে আমাদের এই দেশের অনেক বিগেনার ট্রেডারদের মধ্যে এই লক্ষণ থাকে যে কোন কিছু না ভেবে টাকা দিয়ে আগে শিখা। যেহেতু তিন ধরনের মেন্টর পাওয়া যায়। তাই তিনটির তিন ধরনের ব্যবহার আছে।এই তিনটির ব্যবহার ঠিকভাবে না জানার কারণে অনেকেই টাকা দিয়ে শিখতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়।।তাই আমরা সাজেস্ট করব আগে, নিজের বেসিকটা ক্লিয়ার করুন। এর ফলে আপনার যেমন টাকার প্রয়োজন হবে না তেমনি প্রতারিত হবার সম্ভাবনা থাকবে না। কারণ যেখানেই টাকার উপস্থিতি থাকবে সেখানে প্রতারিত হবার সম্ভাবনা থাকে।এছাড়াও এমন অনেক চক্র বিভিন্নভাবে মানুষকে হিউজ পরিমানে ইনকামের প্রলোভন দেখিয়ে তাদের থেকে বড় পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু শেখানোর বেলায় কোন কিছুই শেখতে পারছেন না।আবার অনেকে আছে নিজে এক্সপার্ট না আর মানুষকে এক্সপার্ট করার নাম দিয়ে কোর্স করাচ্ছে টাকার বিনিময়ে।
👉আমি প্রথমেই দোষটি ছুরবো আপনার দিকে, কারণ আপনারা ফরেক্সকে খুব সহজ ভেবে এবং ইনকাম এর জন্য খুব তাড়াহুড়া করেই ডিসিশন নিয়ে থাকেন।আপনি কারো থেকে জানলেই হলোনা, আপনাকেও বিচার বিবেচনা করতে জানতে হবে।আর তার জন্য অবশ্যই আপনাকে ফরেক্স এর বেসিক জানতেই হবে।আর বেসিক জানতে আপনার মোঠেও টাকা খরচ করা লাগছেনা।ফরেক্স বিডি এর প্লেলিস্ট সিরিয়াল করে দেখলেই আপনি নিজেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।তবে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবেই।কারণ এই টি ফরেক্স।আর ফরেক্স করতে ১ম বিষয় টি হচ্ছে ধৈর্য।
👉পরিশেষে বলব, ফরেক্স কে কেরিয়ার করতে চাইলে আগে ফরেক্স এর বেসিক ক্লিয়ার করুন এই প্লেলিস্ট দেখে তারপর আস্তে ধীরে অনেক সময় নিয়ে ডিসিশন নিন।সময়ই আপনাকে দেখিয়ে দিবে ভালো মেন্টর কে হতে পারে।
📌📌আপনাদের বোঝার সুবিধারতে এই আর্টিক্যালটি ভিডিও আকারে তুলে ধরা হলো 📌📌 ———
তো ফরেক্স বিডি এর আজকের এই লেখাটি টি যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই লাইক,কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আর অবশ্যই আপনার মূল্যবান মতামত টি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।
আপনাদের কোন রিকুয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে, আপনাদের মূল্যবান রিকুয়েস্ট এর উপর আর্টিক্যালটি দিতে।
আপনাদের কোন রিকুয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে, আপনাদের মূল্যবান রিকুয়েস্ট এর উপর আর্টিকেলটি দিতে।
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে ফরেক্স বিডি এর সাথে থাকার জন্য।
📌 Our recommended brokers:
🔴 1st World’s Best Forex Broker House & 100% True ECN ( ICM ) Join Now-
✅ IC Markets Code – 15635

🔴 2nd Best Forex Broker & Strong Platform/Tickmill –
✅Tickmill code – IB62994170

🔴 3rd LiteForex ( Open ECN Type Acount) –

🔴 4th Best Forex Broker/ Exness ( Open ECN Type Acount)


📌এই লিংকে ক্লিক করে 👉🔺SKRILL👇NETELLER🔺👈 একসাথে ২ টি অ্যাকাউন্ট খুলুন এবং একসাথে একি ডকুমেন্টস সাবমিট করে কোন প্রকার ডিপোজিট ছাড়া 100% ভেরিফায় এবং ব্রোঞ্জ ভি আই পি পাবেন শুধুমাত্র নিচে দেওয়া লিংক দিয়ে একাউন্ট করে:
Click on Neteller / Skrill Logo 👈
👇👇👇


🔴 ১৮ মিনিটে Skrill Acc 100% ভেরিফায় প্রমাণসহ
🔴 Neteller 100% Verify PROOF Withour Deposit within 1 hour
🔴 Skrill Neteller 🔥 $১০০ ছাড়া ট্রানস্ফার করার সহজ উপায়গুলো 🔥
👉 🔴Subscribe 1st Bangla Forex YouTube Channel in the World (Forex BD) – https://goo.gl/8ZwSVW


©FOREXBD